আর্কাইভ থেকে বাংলাদেশ

২০ হাজার লিটার সোয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক

২০ হাজার লিটার সোয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ৪০০ লিটার সোয়াবিন ও ১ হাজার লিটার সরিষার তেল জব্দ করা হয়েছে।

সোমবার (৯ মে) সন্ধ্যার পর রাজশাহী জেলা ও উপজেলা প্রশাসন বাগমারার তাহেরপুর পৌর বাজারের স্বপন সাজি নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এই তেল উদ্ধার করে প্রশাসন। একই সাথে গোডাউনের মালিক স্বপন সাজিকে আটক করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, সম্প্রতি তাহেরপুর বাজারের কিছু তেল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেল বিক্রি না করে মজুদ করে রাখেন। এতে তাহেরপুর সহ আশপাশের এলাকায় চরম সয়াবিন তেল সংকট দেখা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্বপন সাজি সয়াবিন ও সরিষার তেল বিক্রি না করে তার গোডাউনে মজুদ রেখেছেন।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর জেলা ও বাগমারা থানা পুলিশ স্বপন সাজির গোডাউনে অভিযান শুরু করে। অভিযানে স্বপন সাজির গোডাউন থেকে তেলের ২০টি ব্যারেল জব্দ করা হয়। উদ্ধার বেশিরভাগ ব্যারেলের মধ্যে তেল ভর্তি রয়েছে।

তিনি জানান, এই ব্যবসায়ী সয়াবিন তেল বোতল থেকে ঢেলে ব্যারেল ভর্তি করে রেখেছেন। এই তেল খোলা তেল হিসাবে বেশি দামে বিক্রি করা হবে। তিনি আরও জানান, স্বপন সাজি দীর্ঘদিন থেকে বেশি লাভের আসায় এই অবৈধ পন্থা অবলম্বন করে আসছিলেন।

তিনি বলেন, এদিকে তাহেরপুরে আরো বেশ কিছু তেল ব্যবসায়ী তেল মজুদ করে রেখেছে বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে। তাহেরপুর বাজারে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন ২০ | হাজার | লিটার | সোয়াবিন | তেলসহ | ব্যবসায়ী | আটক