জাতীয়

নিজের এপিএস এর কাছে হেরে গেলেন ৬ বারের সাংসদ জেপি’র মঞ্জু

নিজের এপিএস এর কাছে হেরে গেলেন ৬ বারের সাংসদ জেপি’র মঞ্জু
আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগিতে পাওয়া ৬টি আসনের মধ্যে ৪টিতেই হেরে গেছেন ১৪-দলীয় জোটের শরিকরা। এবার আসন সমঝোতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দুটি, জাসদ তিনটি এবং জাতীয় পার্টি (জেপি) একটি আসন পায়। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য হয়েছেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এবারও ভাগে পান এই আসন। তারই একসময়ের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মহিউদ্দীন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হন। যিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। ভোটে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়েও মহিউদ্দীনের কাছে হেরে গেছেন আনোয়ার হোসেন। এছাড়াও, তিনবার নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবার হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। রাজশাহী-২ আসনে চতুর্থবারের মতো জোটের মনোনয়ন পান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন ফজলে হোসেন বাদশা। ১৪-দলীয় জোট থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ নেতা এ কে এম রেজাউল করিম (তানসেন) বিজয়ী হয়েছেন। ৫ বছর আগে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের ৩ শরিক দল মিলে আসন পেয়েছিল ১০টি, জয়ী হয়েছিল ৬টি আসনে। সেবার শীর্ষ নেতাদের কেউ হারেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন নিজের | এপিএস | এর | কাছে | হেরে | গেলেন | ৬ | বারের | সাংসদ | জেপির | মঞ্জু