আবহাওয়া

শীতের তীব্রতা আগামী সপ্তাহে আরও বাড়বে, হতে পারে বৃষ্টি

শীতের তীব্রতা আগামী সপ্তাহে আরও বাড়বে, হতে পারে বৃষ্টি
হিমেল হাওয়ায় সাথে কুয়াশায় রাজধানীসহ দেশের বেশিরভাগ জেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। মেঘাচ্ছন্ন আকাশে দেখা মিলছে না সূর্যের, দেখা মিললেও নেই কোনো উত্তাপ। আবহাওয়া অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহ না থাকলেও দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা আগামী সপ্তাহে আরও বাড়বে। ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে হতে পারে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ঢাকার উত্তরের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে বুধবার মধ্যরাত থেকে কুয়াশা তৈরি হয়েছে এখন পর্যন্ত বিলীন হয়ে যায়নি। কুয়াশার ব্যাপ্তিকাল বেশি হওয়ার কারণে দিনের বেলা সূর্যের আলো কুয়াশার চাদর ভেদ করে দিনের তাপমাত্রাকে বেশি একটা উঠতে দেয়নি। ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কাছাকাছি থাকাতে শীতের তীব্রতা প্রকট থেকে প্রকট হচ্ছে। তিনি বলেন, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয় বাংলাদেশ পর্যন্ত বিস্তার লাভ করাতে হিমালয়ের পাদদেশ থেকে শীতল হিমেল কনকনে ঠান্ডা বাতাস প্রবেশ করে শীতের অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে। ফলে আজও রাতের তাপমাত্রা কমতে পারে। এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এই আবহাওয়াবিদ বলেন, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়াগায় কয়েকটি জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়ে ১৯ জানুয়ারির পর রাতের তাপমাত্রা আরও কমে গিয়ে একটি মৃদু অথবা মাঝারি আকারের শৈত্যপ্রবাহ নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া, শুক্রবার ও শনিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরবর্তী পাঁচ দিনে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আভাস দেয় আবহাওয়া অফিস। তীব্র শীতে জুবুথুবু ঠাকুরগাঁও : ঘন কুয়াশা আর হিমেল হওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে উত্তরের জেলা নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের মানুষ। গেল কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ জেলাগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গেল ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে সন্ধ্যার পর কুয়াশার কারণে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এমন আবহাওয়ায় গত এক সপ্তাহ ধরে শীতে জবুথবু হয়ে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জর উপজেলার মানুষ। কনকনে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবার অনেকেই প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে বাড়িতে যাচ্ছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন শীতের | তীব্রতা | আগামী | সপ্তাহে | আরও | বাড়বে | হতে | পারে | বৃষ্টি