আর্কাইভ থেকে বাংলাদেশ

দ্রব্যমূল্য বেড়েছে আন্তর্জাতিক কারণে: প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য বেড়েছে আন্তর্জাতিক কারণে: প্রধানমন্ত্রী

বৈশ্বিক প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সরকারি-বেসরকারি সব খাতে সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ মে) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বলেই সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে, না হলে দেশে বিশৃংখলা হতো।

সরকারি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে এবং প্রয়োজনীয় প্রকল্প নেয়ার নির্দেশও দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সচল হলে দেশের অর্থনীতির ভিত্তিও মজবুত হবে।

এবারের একনেক বৈঠকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৯ হাজার ১৩০ কোটি টাকার এডিপি অনুমোদিত হয়েছে ।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন দ্রব্যমূল্য | বেড়েছে | আন্তর্জাতিক | কারণে | প্রধানমন্ত্রী