আন্তর্জাতিক

সলিড ফুয়েল চালিত হাইপারসনিক ক্ষেপনাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

সলিড ফুয়েল চালিত হাইপারসনিক ক্ষেপনাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
হাইপারসনিক (শব্দের চেয়ে ৫ গুন গতিশীল) ওয়ারহেড (সম্মুখভাগে উচ্চ বিস্ফোরক) লাগানো সলিড ফুয়েল চালিত উচ্চক্ষমতার ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উচ্চগতিশীল এবং সনাক্তকরা কষ্টসাধ্য, এমন ক্ষেপনাস্ত্র উদ্ভাবনের ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে এই পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। গেলো রোববার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সোমবার ১৫ জানুয়ারি ক্ষেপনাস্ত্র পরীক্ষার বিষয় নিশ্চিত করে দেশটির রাষ্ট্রিয় গণমাধ্যম দ্যা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। দেশটি এমন এক সময়ে এ পরীক্ষা চালালো, যখন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোই সন হুই মস্কোয় সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তিনি রাশিয়ায় যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তার বিনিময়ে তাদের কাছে অস্ত্র বিক্রি করছে উত্তর কোরিয়া। এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে মস্কো। দক্ষিন কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার (৬২১ মাইল) পাড়ি দিয়ে পূর্ব উপকূলের দিকে গেছে। সিউল,ওয়াশিংটন ডিসি এবং টোকিও পুরো বিষয়টি বিশ্লেষণ করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ উচ্চতা কমপক্ষে ৫০ কিলোমিটার (৩০ মাইল)। এদিকে উত্তর কোরিয়ার দাবি, মূলত নতুন এই অস্ত্রের সক্ষমতা যাচাই করতেই এটি উৎক্ষেপণ করা হয়েছে।  প্রতিবেশী কোনো দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটি কোনো ধরনের হুমকি তৈরি করেনি এবং আঞ্চলিক পরিস্থিতির জন্যও এটি উদ্বেগজনক নয়। গেলো সপ্তাহে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে আখ্যা দেন। একই সাথে তিনি বলেন, তাদের নিশ্চিহ্ন করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না। প্রসঙ্গত, এর আগে গেলো ১৮ ডিসেম্বর পূর্ব সাগরে সলিড ফুয়েল চালিত আন্তঃমহাদেশিয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র  হোয়াসং ১৮ এর পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সলিড | ফুয়েল | চালিত | হাইপারসনিক | ক্ষেপনাস্ত্র | ছুড়লো | উত্তর | কোরিয়া