আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশকে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিলো রাশিয়া

বাংলাদেশকে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিলো রাশিয়া

বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার (২৩ মে) বিপিএমআই আয়োজিত ‘সাইবার সিকিউরিটি ইন পাওয়ার সেক্টর পলিসি অ্যান্ড অপারেশনাল পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ব্রেন্ট ক্রুড অয়েলের কথা বলছে তারা। আমরা সেই প্রস্তাব বিবেচনা করে দেখছি।

তিনি বলেন, আমরা জ্বালানির দামটা স্থিতিশীল রাখতে চাই। বাড়াতেও চাই না, কমাতেও চাই না। দাম যতটুকু কমেছে তাতে করে এখনই সমন্বয় করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

নসরুল হামিদ বলেন, জ্বালানি খরচের চাপ কমাতে তরল জ্বালানির পরিবর্তে বিদ্যুৎচালিত গণপরিবহন চালু করা উচিত। বৈদ্যুতিক থ্রি হুইলারগুলো চলছে। এগুলো জনগণকে খরচের ব্যাপারে স্বস্তি দিচ্ছে। ভবিষ্যতে বৈদ্যুতিক বাসসহ অন্যান্য গণপরিবহন চালানোর উদ্যোগ নিতে হবে। রেল বিভাগ চাইলে বৈদ্যুতিক ট্রেনও চালু করতে পারে।

তিনি বলেন, সেই সমস্যা এখন কেটে গেছে। কারণ নিয়ম অনুযায়ী যে কোনো রাষ্ট্রীয় কেনাকাটায় বাংলাদেশ ব্যাংক ডলার ছাড় দিতে বাধ্য। আমরা যে ব্যাংক থেকেই এলসি খুলতে চাই, বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের ডলারের যোগান দিতে বাধ্য। বিদ্যুৎখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বাড়ছে। সিস্টেম অটোমেশনের বিভিন্ন ডিভাইসকে অনলাইন কমিউনিকেশনের আওতায় রাখতে হয়। তাই সাইবার হুমকির সম্ভাবনাও বাড়ছে। অপ্রত্যাশিত এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সচেতন ও দক্ষতা অর্জন করতে হবে।’

সেমিনারে ফান্ডামেন্টাল ফিচারস অব সাইবার সিকিউরিটি' বিষয়ে কুয়েটের অধ্যাপক ড. কাজী মো. রকিবুল আলম, স্কোপ নেসেসিটি অ্যান্ড পলিসি অব সাইবার সিকিউরিটি ইন পাওয়ার সেক্টর বিষয়ে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী এবং সাইবার সিকিউরিটি ইন পাওয়ার সেক্টর-সাইবার থ্রেডস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং ডিফেন্সিভ জিরো ট্রাস্ট আর্কিটেকচার’ বিষয়ে মাইক্রোসপ্টের প্রধান তথ্যনিরাপত্তা কর্মকর্তা মো. মুসফিকুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন।

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশকে | জ্বালানি | তেল | বিক্রির | প্রস্তাব | দিলো | রাশিয়া