আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রথম ইনিংসে ৩৬৫ রানে থামল বাংলাদেশ

প্রথম ইনিংসে ৩৬৫ রানে থামল বাংলাদেশ

৩৬৫ রানে শেষ করেছে প্রথম ইনিংস।  লঙ্কান পেসারদের তোপ থামিয়ে একটু নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ । গতকাল প্রথম ঘণ্টায় মাত্র ২৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আউট হওয়া পাঁচ ব্যাটারের তিন জনই বিদায় নেন রানের খাতা না খুলে।

লিটন-মুশফিক প্রথম দিনেই তুলে নেন শতক। দুজনের জোড়া শতকে ভর করে ২৭৭ রানে দিন শেষ স্বাগতিকরা। তবে ভয়টা ছিল দ্বিতীয় দিনের প্রথম সেশন। সেই ভয়ই শেষ পর্যন্ত চেপে ধরে বাংলাদেশকে। 

লিটন দাস আজ মাত্র ছয় রান যোগ করেই সাজঘরে ফিরে আসেন। তার আগে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ২৭৭ রানের জুটি গড়ে ফেলেন মুশফিকুর রহিমকে নিয়ে।

লিটন ১৪১ রান করে সাজঘরে ফেরার পর শূন্য রানে বিদায় নেন ৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর তাইজুল ইসলামকে নিয়ে আরও ৪৯ রানের জুটি বাঁধেন মুশফিক। প্রথম দিনে শতক হাঁকানো মুশফিক আজ পেরিয়ে যান দেড়শ রান। যা দেশের পক্ষে সর্বোচ্চ ৫ বার (৯ সেঞ্চুরি) দেড়শ পার করা ইনিংস।

শেষ উইকেট জুটিতে এবাদত হোসেনকে নিয়ে মুশফিক লড়াই চালিয়ে যান দেড়শকে দুইশ রানে রূপ দিতে। মধ্যাহ্ন বিরতির পর এসে অবশ্য বেশিদূর এগুতে পারেননি। চার রান যোগ করতেই ১৭৫ রানের ইনিংসের মাথায় এবাদত হোসেন রান আউট সাজঘরে ফিরে আসেন ।

 

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | ইনিংসে | ৩৬৫ | রানে | থামল | বাংলাদেশ