রূপচর্চা

‘রামায়ণ’ শাড়িতে হিট আলিয়া, দাম জানলে চোখ কপালে উঠবে!

‘রামায়ণ’ শাড়িতে হিট আলিয়া, দাম জানলে চোখ কপালে উঠবে!
রামমন্দির উদ্বোধনের দিন সাজপোশাকেই রামপ্রেম জাহির করেছিলেন আলিয়া ভাট। কাপুরবধূর সেই ‘রামায়ণ’ শাড়ি এখন রীতিমতো ‘টক অফ দ্য টাউন’! এবার জানা গেলো, আলিয়ার শাড়ি তৈরির নেপথ্যের কাহিনী। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য যে শাড়িটি বেছে নিয়েছেন আলিয়া, তার আঁচলজুড়ে রামায়ণের কাহিনী। সবুজ রঙের শাড়িতে রংবাহারিভাবে ফুটে উঠেছে রামায়ণের নানা কাহিনী। শাড়ির পাড়ে সোনালি জরির কাজ করা। এই বিশেষ শাড়ি তৈরি করতে কারিগরদের সময় লেগেছে ১০০ ঘণ্টা। আর দেখতে সাদামাটা হলেও ‘রামায়ণ’ শাড়ির দাম শুনলে কিন্তু হতবাক হবেন! রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত আলিয়া ভাটের জন্য সিল্কের এই বিশেষ শাড়ি ডিজাইন করেছে ‘লেবেল মধুর্যা’। শুধু আঁচল ডিজাইন করতে সময় লেগেছে ১০ দিন। কর্ণাটক থেকে আনা আলিয়া ভাটের এই মাইসোর সিল্ক। গোটা আঁচলে হাতে আঁকা হয়েছে রামায়ণের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাহিনী। যেমন- রামের হরধনু ভঙ্গ, রামের বনবাস, সোনার হরিণ, সীতাহরণের মতো ঘটনাগুলিকে মিনিম্যালিস্টিক করে আঁকা হয়েছে শাড়িতে। দুজন শিল্পী দিনরাত এক করে দশ দিনে কাস্টম মেড এই শাড়িতে এঁকেছেন। আর দাম? ৪৫ হাজার টাকা। মানানসই ব্লাউজ আর শালও নিয়েছিলেন আলিয়া। নজর কাড়ল অভিনেত্রীর হাতের টোটে ব্যাগও। সাজে কোনওরকম আতিশয্য ছিল না। মিনিমাল মেকআপ। কানে ভারী ঝুমকো। হাতে কঙ্কন। রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সেভাবেই নজর কাড়লেন আলিয়া ভাট।

এ সম্পর্কিত আরও পড়ুন রামায়ণ | শাড়িতে | হিট | আলিয়া | দাম | জানলে | চোখ | কপালে | উঠবে