আর্কাইভ থেকে বাংলাদেশ

জিনের বাদশাহ গ্রেপ্তার

জিনের বাদশাহ গ্রেপ্তার

জিনের বাদশাহ পরিচয়ে ৮লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। গেলো বৃহস্পতিবার (২৭ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের সময় বিপুল পরিমান নন-জুডিশিয়াল স্টাম্প ও টাকার পরিমাপে কাটা কাগজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানান, গ্রেপ্তার কথিত জিনের বাদশাহ মো. আফজাল ওরফে করিম অন্যের বাড়ীতে সাহায্যের জন্য ঘুরে বেড়াতেন। এভাবেই প্রথমে অভিযোগকারীর বাড়ীতে খারাপ জিন বাসা বেধেছে বলে ভয় দেখায়। পরে তার মোবাইল থেকে কল দিয়ে খারাপ জিন তাড়ানোর কথা বলে টাকা নেন। পরে সকল সমস্যার সমাধান করা সহ ভয় ভীতি দেখালে বিভ্রান্ত হয়ে কথিত জিনের বাদশাহকে মেবাইল ব্যাংকিং ও নগদ ৮ লাখ টাকা দেয় অভিযোগকারী কৃষক আশরাফ আলী।

এছাড়াও সম্পত্তি দেওয়ার কথা বলে তিনটি ১০০ টাকা ও তিনটি ৫০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্প গ্রহন করে জিনের বাদশাহ।

এ সম্পর্কিত আরও পড়ুন জিনের | বাদশাহ | গ্রেপ্তার