আর্কাইভ থেকে বাংলাদেশ

‘মোটা চাল চিকন করে বেশি দামে বিক্রি করছে’

‘মোটা চাল চিকন করে বেশি দামে বিক্রি করছে’

দেশে চালের কোনো সঙ্কট নেই। কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করছে কিছু প্রতিষ্ঠান। মোটা চাল কেটে চিকন করে বেশি দামে বিক্রি করছে কিছু গ্রুপ। জানিয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্রেতারা চিকন চাল কিনছেন। আর এ জন্যই দাম বাড়ছে চালের। কিছু অসাধু ব্যবসায়ী মোটা চালকে চিকন করে বেশি দাম হাকাচ্ছেন। 

 টিপু মুন্সী বলেন, আগামী ১৫ জুন থেকে দেশের এক কোটির পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে ৬টি পণ্য বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, গত এক মাসের ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন মোটা | চাল | চিকন | করে | বেশি | দামে | বিক্রি | করছে