আর্কাইভ থেকে বাংলাদেশ

পদ্মা সেতু উদ্বোধনে আমন্ত্রণ পাচ্ছেন বিরোধিতাকারীরাও: ওবায়দুল কাদের

পদ্মা সেতু উদ্বোধনে আমন্ত্রণ পাচ্ছেন বিরোধিতাকারীরাও: ওবায়দুল কাদের

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চলছে নানা প্রস্তুতি। অনুষ্ঠানে দাওয়াত দেয়া হবে বিশ্ব ব্যাংককে। দাওয়াত পাবেন রাজনৈতিকভাবে বিরোধিতা করা দলগুলোও। কারণ এটি একটি জাতীয় অনুষ্ঠান। বলেছেন সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শনিবার) মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের আয়োজনে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ২৫ জুনের প্রস্তুতি শুরু করেছি, বিদেশিদের আমন্ত্রণ জানাব। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকেও আমন্ত্রণ জানাব। এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সেই মিয়াং টেমবন তার পাশেই বসা ছিলেন।

এসময় তিনি আরও বলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে কে সরকারের পক্ষে, কে বিরুদ্ধে- এসব দেখা হবে না। রাজনৈতিকভাবে যারা বিরোধিতা করেছে, তাদেরও আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হবে। 

ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা প্রকল্প নেয়া হয়েছে। কিন্তু রাস্তায় গণপরিবহনে ডিসিপ্লিন নেই। ডিসিপ্লিন না থাকলে উন্নয়ন প্রকল্পের সুফল আসবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মা | সেতু | উদ্বোধনে | আমন্ত্রণ | পাচ্ছেন | বিরোধিতাকারীরাও | ওবায়দুল | কাদের