আর্কাইভ থেকে বাংলাদেশ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের দায় সম্পূর্ণ সরকারের : মির্জা ফখরুল

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের দায় সম্পূর্ণ সরকারের : মির্জা ফখরুল

চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড একটি ভায়াবহ ঘটনা। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের এ ঘটনার দায় সম্পূর্ণ সরকারের। একটি কন্টেইনার পোর্টে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজন। কিন্তু সেখানে তা ছিলো না। এই দুর্ঘটনা সম্পূর্ণ সরকারের ব্যর্থতার কারণে হয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (৫ মে) দুপুরে ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই বিষয়ে আমরা শোক জানিয়েছি এবং অনেক ক্ষুব্ধ। অগ্নিকাণ্ডে যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন— এর জন্য দায়ী সরকার।

তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর। আমাদের মন্ত্রীরা শুধু মুখেই উন্নয়নের কথা বলে। এখন তো পদ্মা সেতু ছাড়া দেশে আর কিছু নেই। আমি আতঙ্কিত হচ্ছি এই ভেবে যে, দেশ আধুনিক হয়েছে, সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা নেই এই দেশে। উন্নয়নের নামে এই সরকার শুধু অর্থ অর্জন করছে, চুরি করছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের নেতারা চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে, সাধারণ মানুষের কষ্ট কী তারা জানে না। এরা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছে। মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা অর্থমন্ত্রীর স্ত্রীর নামে রয়েছে।

তিনি বলেন, নবনির্মিত পদ্মাসেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

এ সম্পর্কিত আরও পড়ুন সীতাকুণ্ডে | অগ্নিকাণ্ডের | দায় | সম্পূর্ণ | সরকারের | | মির্জা | ফখরুল