দেশজুড়ে

ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ ও মানববন্ধন

ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ ও মানববন্ধন
বসন্তের রঙিন পোশাক ও ফুলের গয়নার সাজে রঙিন হয় পয়লা ফাল্গুন। এ দিন প্রিয়জনের হাতে ফুল তুলে দিয়ে অনেকেই ভালোবাসা প্রকাশ করেন। এদিন প্রিয়তমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেক যুগল। ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি। তবে এই দিনেই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ‘চির কুমার সংঘঠন’ টাঙ্গাইল সরকারি সা'দত কলেজ নামের একটি সংগঠনের সদস্যরা। এ সময় বিক্ষোভে অংশগ্রণকারীরা শ্লোগান দেন, মিঙ্গেলদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। প্রেমের নামে প্রহসন, চলবে না...চলবে না। একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর। এ রকম নানান স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। মিছিলটি সরকারি সা'দত কলেজ চত্বরের সড়ক প্রদক্ষিণ শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেম বঞ্চিতরা গণমাধ্যমে বলেন, একটি মেয়ে একাধিক সম্পর্কে জড়িয়ে রয়েছেন। ভালোবাসার নামে ছেলেখেলায় মেতেছেন তারা। ভালোবাসা পবিত্র। কিন্তু এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে। সব নারী খারাপ না। আমরা সবাইকে খারাপ বলছি না। যারা প্রেমের নামে নোংরামি করছে তাদের খারাপ বলছি। আমরা সবাইকে সচেতন ও সাবধান করতে এই বিক্ষোভ ও মানববন্ধন করেছি। এতে বক্তব্য রাখেন চির কুমার সংঘঠন সরকারি সা'দত কলেজ এর সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক রাজন, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জয়, তদন্ত বিষয়ক সম্পাদক আসিফসহ অনেকেই। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ভালোবাসা | দিবসে | প্রেম | বঞ্চিতদের | বিক্ষোভ | ও | মানববন্ধন