আর্কাইভ থেকে বাংলাদেশ

আসছে ‘আমার আদালত’

আসছে ‘আমার আদালত’

দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতসমূহের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করার জন্যে এবং কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘আমার আদালত’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে সরকার।

শনিবার (১১ জুন) সকালে গণমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।  

ডিজিটাল সেবায় চালু হয়েছে অনলাইন কজলিস্ট, মনিটরিং ড্যাশবোর্ড এবং মাইকোর্ট অ্যাপ।

বক্তারা বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে বাংলাদেশের বিচারিক কার্যক্রমকে এগিয়ে নিতে মূলত এ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে সাধারণ গ্রাহক তার মামলার সর্বশেষ তথ্যাদি, সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা ইত্যাদি জানতে পারবেন। পাশাপাশি আদালত কর্তৃপক্ষও বিচারাধীন এবং নিষ্পত্তি হওয়া মামলা সম্পর্কিত সকল ধরনের উপাত্ত সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা ,মনিটরিং ও ট্র্যাকিং সিস্টেম হিসেবে এর মাধ্যমে আদালতসমূহের প্রকৃত অবস্থা, বিচারকর্মের গতি-প্রকৃতি এবং বিচারিক নানান পরিসংখ্যান জানতে পারবেন।

৮ টি জেলায় এ কার্যক্রম চালু করে পরবর্তীতে সারা দেশে এ সেবা চালু করা হবে। গুগল-প্লে-স্টোর থেকে আমার আদালত (মাইকোর্ট) সার্চ করে যে কেউ এই অ্যাপ ডাউনলোড করতে পারবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন আসছে | আমার | আদালত