আর্কাইভ থেকে বাংলাদেশ

বোনকে উত্যক্ত, রক্ষা করতে গিয়ে মারধরের শিকার ভাই

বোনকে উত্যক্ত, রক্ষা করতে গিয়ে মারধরের শিকার ভাই

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধর করেছে বখাটেরা। গত ৩১ মে এ ঘটনা ঘটে। তবে মারধরের একটি ভিডিও শনিবার (১১ জুন) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বোনকে ধরে আছেন ভাই। দুই যুবকের মধ্যে একজন লাঠি দিয়ে আঘাত করছে, একজন কিল-ঘুষি মারছে। একপর্যায়ে বোনকে নিয়ে রাস্তায় পর পড়ে যান তিনি। এ অবস্থায় আবারও লাঠি দিয়ে পেটাতে থাকে এক যুবক। সে সরে গেলে আরেকজন কিল-ঘুষি মারতে থাকে। পরে এক বৃদ্ধ এগিয়ে এলে তারা সরে যায়।

মারধরের শিকার ওই যুবক গণমাধ্যমকে জানান, খুরুশকুল বেড়িবাঁধ এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাটে থাকেন তারা। ওই দিন তার বোন মামার বাড়ি যাচ্ছিলেন। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল ও রায়হান নামে দুই তরুণ তাকে গালাগালি দিতে থাকে। বাধ্য হয়ে ওই তরুণী বাড়ি ফিরে যেতে চাইলে বার বার পথ আটকায়। প্রকল্প এলাকা থেকে এসব দেখে দৌড়ে আসেন তার ভাই। এরকম আচরণের কারণ জানতে চাইলে তার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় বোনকে বাঁচাতে জড়িয়ে ধরেন তিনি। এরপর তাকেও বেধরক পেটাতে থাকে।

হামলার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, ‘এলাকার আরমানসহ কয়েকজন বখাটে এলাকার বিভিন্ন মেয়েকে উত্ত্যক্ত করত। বখাটেদের ভয়ে একা একা ওই এলাকার মেয়েরা ঘরের বাইরে যেতে পারত না। কয়েক দিন আগে রাতে এক প্রতিবেশীর ঘরে ঢুকে পড়ে ওই চার বখাটে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। মোনাফ তার বোনের জন্য প্রতিবাদ করায় তার উপর হামলা চালায় বখাটেরা।’

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী মোনাফ সেদিন পুরো ঘটনা গোপন করে শুধুমাত্র মোবাইল ছিনতাইয়ের একটা অভিযোগ দেন। এ কারণে পুলিশ তাৎক্ষণিক আসল ঘটনা জানতে পারিনি। গতকাল ভাইরাল ভিডিওর সাথে অভিযোগের কোন মিল নাই।

তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওটা দেখে গতরাতে অভিযুক্ত খুরুশকুল মনুপাড়া এলাকা নুরুল আলমের ছেলে রায়হান (২০) ও কুলিয়া পাড়া এলাকার নুরুন্নবীর ছেলে আরমানকে (২০) আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সেলিম উদ্দিন আরও বলেন, ভাই বোন হিসেবে ভিডিও প্রচার হলেও মূলত তারা ভাই বোন নয়। হয়তো তাদের দুইজনের মধ্যে অন্য কোন সম্পর্ক থাকতে পারে।

পুলিশের এ কর্মকর্তার দাবি, আটকৃতরা পুলিশের কাছে দাবি করেছে, তারা ভাই বোন নয়, ওইদিন তারা উভয়ে বেড়িবাঁধের আড়ালে গিয়ে খারাপ কাজে লিপ্ত হতে দেখে অভিযুক্তরা বাধা প্রদান করে। যা এক পর্যায়ে মারামারিতে পর্যন্ত গড়ায়। যদিও এখন তারা ভাইবোন হিসেবে পরিচয় দিচ্ছে।


এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন বোনকে | উত্যক্ত | রক্ষা | করতে | গিয়ে | মারধরের | শিকার | ভাই