আর্কাইভ থেকে বাংলাদেশ

নুপুর শর্মাকে ডাক দিয়েছে কলকাতা পুলিশ

নুপুর শর্মাকে ডাক দিয়েছে কলকাতা পুলিশ

ভারতে রাজনৈতিক দল বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মাকে তলব করেছে কলকাতা পুলিশ। আজ সোমবার (১৩জুন) মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই তলব করা হয়েছে ।  

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, জবানবন্দি রেকর্ড করার জন্য নুপুর শর্মাকে আগামী ২০ জুন সেন্ট্রাল কলকাতার নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এ বিষয়ে কেন্দ্র করে ,সৌদি আরব, কাতার, কুয়েত, ইরানসহ প্রায় ১৬টি দেশ ভারতে প্রতি তীব্র সমালোচনা এবং নিন্দা জানিয়েছে।

নুপুর শর্মা উত্তর প্রদেশের জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে গত মাসের শেষের দিকে টেলিভিশনের এক টকশোতে মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক সহিংস বিক্ষোভ দেখা যায়।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেলও বিতর্কিত মন্তব্যের অভিযোগে নুপুর শর্মার বিরুদ্ধে কনতাই থানায় একটি এফআইআর দায়ের করেছেন। 

বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কৃত প্রধান নবীন কুমার জিন্দালের নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর মুসলিম বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচণ্ড সমালোচনা ও কূটনৈতিক চাপের মুখে পড়েছে ভারত।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া। 

এ সম্পর্কিত আরও পড়ুন নুপুর | শর্মাকে | ডাক | দিয়েছে | কলকাতা | পুলিশ