আর্কাইভ থেকে বাংলাদেশ

১১৬ আলেমের বিরুদ্ধে অনুসন্ধান নয়, পরীক্ষা হচ্ছে : দুদক

১১৬ আলেমের বিরুদ্ধে অনুসন্ধান নয়, পরীক্ষা হচ্ছে : দুদক

আর্থিক অনিয়মের অভিযোগ ১১৬ আলেমের বিরুদ্ধে কোনেও অনুসন্ধান শুরু হয়নি। তাদের বিরুদ্ধে যে শ্বেতপত্র জমা দিয়েছিল, তা যাচাই করা হচ্ছে। এটি পরীক্ষা করতে একটি কমিটি হয়েছে। জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহাবুব হোসেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মাহাবুব হোসেন বলেন, অনুসন্ধানের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, তা সঠিক নয়। ধর্মীয় বক্তা বা আলেমদের বিরুদ্ধে কোনো তদন্তের সিদ্ধান্ত নেয়নি দুদক।

দুদক সচিব জানান, সম্প্রতি ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত গণকমিশন আলেমদের বিরুদ্ধে যে শ্বেতপত্র জমা দিয়েছিল, তা যাচাই করা হচ্ছে। এটি পরীক্ষা করতে একটি কমিটি হয়। এটি কোনো অনুসন্ধান কমিটি নয়। এমনকি অনুসন্ধানের কোনো সিদ্ধান্তও নেয়নি।

তিনি বলেন, দুদক কোনো অভিযোগ পেলে তা প্রথমে পরীক্ষা করে। এরপর অভিযোগটির সত্যতা পেলে দুদকে তফসিলভুক্ত হয়, এরপর অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। আলেমদের বিরুদ্ধে পাওয়া শ্বেতপত্রটির ক্ষেত্রেও তাই ঘটছে।

এর আগে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়, আলেমদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের অনুসন্ধানকারী দল গঠন করে দুদক।

উল্লেখ্য, গেলো ১১ মে এক হাজার মাদরাসার তথ্য-উপাত্তের ওপর তদন্ত করে ১০০ ধর্ম ব্যবসায়ীর দুর্নীতির তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তালিকা জমা দিয়েছিল ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয় গঠিত গণকমিশন।

দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লার কাছে এই শ্বেতপত্র ও ১০০ সন্দেহভাজন ধর্ম ব্যবসায়ীর ব্যক্তির তালিকা তুলে দেওয়া হয়। গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ১১৬ | আলেমের | বিরুদ্ধে | অনুসন্ধান | পরীক্ষা | হচ্ছে | | দুদক