নাটোরের লালপুরে রামপাড়া স্কুল এন্ড কলেজের কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে ওই স্কুল এন্ড কলেজর সামনে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অভিভাবকসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল করে তারা।
দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী লালু বলেন, চলমান এ্যাডহক কমিটি থাকা অবস্থায় নিয়মিত কমিটি গঠনের সমস্ত প্রস্তুতি গ্রহণের পরও গোপনীয়ভাবে কমিটি গঠন করা হয়েছে। অনৈতিকভাবে কমিটি গঠন ও অনুমোদন করানো হয়েছে। অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে করা ম্যানেজিং কমিটি বাতিলের দাবি জানান তিনি।
এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. হযরত আলী বলেন, নিয়ম মেনে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নতুন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিছুর রহমান বলেন, বিধিমোতাবেক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।উল্লেখ্য, সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী লালু বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থিত। অপরদিকে বর্তমান সভাপতি মো. আনিসুর রহমান সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থক।