রাজনীতি

আবারও এক টেবিলে বিএনপি-জামায়াত

আবারও এক টেবিলে বিএনপি-জামায়াত
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের মিত্র ও জোটসঙ্গী জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। বিভিন্ন সময়ে এ দুই দলের শীর্ষ নেতারা পারস্পরিক বাকযুদ্ধে জড়ান। তবে ইফতারের টেবিলে দীর্ঘদিন পর এক হলেন দুই দলের নেতারা। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে একমঞ্চে ক্যামেরাবন্দি হন জামায়াত নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁরা একটা কঠিন সময় অতিক্রম করছি। একটা দুঃসময় অতিক্রম করছে সবাই। এসময়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি গোটা জাতির ওপর চেপে বসে আছে। আমাদের সব আশা-আকাঙ্ক্ষা ব্যর্থ করে দেশে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন-সংগ্রাম শুরু করেছি। এর আগে গত ২৫ মার্চ ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে জামায়াতের আমির বলেন, চলমান আন্দোলনে বিএনপি-জামায়াতের পরাজয় হয়নি। বরং আওয়ামী লীগ হেরেছে। সরকারবিরোধী লড়াইয়ে বিএনপির সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে আন্দোলনে যুক্ত হবে জামায়াত। উল্লেখ্য, বিএনপি আয়োজিত এ ইফতার মাহফিলে অংশ গ্রহণের মধ্যে দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর একমঞ্চে দেখা গেলো বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের।

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | এক | টেবিলে | বিএনপিজামায়াত