বলিউড

‘সারাদিনের খাবার ছিল একটা ডিম আর এক টুকরো পাউরুটি’

‘সারাদিনের খাবার ছিল একটা ডিম আর এক টুকরো পাউরুটি’
নানা চড়াই উৎড়াই ধাপ পার হয়েই সাফল্যের শিখরে উঠতে হয়। বলিউডের অন্যতম নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি। তার জীবনের গল্পটাও ঠিক তেমনই। জন্মসূত্রে কানাডার নাগরিক নোরা। কিন্তু নৃত্যশৈলীর নিরিখে ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। নোরার নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সমাজমাধ্যমেও তার অনুসরণকারীর সংখ্যা প্রায় ৭ কোটি! সম্প্রতি বলিউডে কেরিয়ারের ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি। মুম্বাইয়ে পা রেখে তার শুরুর দিনের স্মৃতিচারণায় ডুব দিলেন নোরা। প্রকাশ্যে আনলেন অজানা তথ্য। কিছু দিনে আগে সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিনগুলোর উপর আলোকপাত করেছেন নোরা। অভিনেত্রী জানিয়েছেন যে মাত্র ৫ হাজার টাকা সম্বল করে এ দেশে এসেছিলেন তিনি। মুম্বাইয়ে ৯ জন মহিলার সঙ্গে একটি ফ্ল্যাটে ভাগাভাগি করে থাকতেন তিনি। সেই অভিজ্ঞতা যে খুব সুখকর ছিল না, সে কথাও খোলসা করেন নৃত্যশিল্পী।
নোরা-ফাতেহি
নোরা-ফাতেহি
নোরা বলেন, ‘‘১ হাজার ডলারের (মার্কিন) মূল্য তখন বুঝতাম না। একটা তিন কামরার ফ্ল্যাটে ৯ জন ‘উন্মাদ’ মেয়ের সঙ্গে থাকতাম আর ভাবতাম নিজেকে কোথায় এনে হাজির করলাম।’’ নোরা জানান, এখনও পর্যন্ত সেই ‘বিভীষিকা’ তাকে তাড়া করে। মুম্বাইয়ে সুযোগ পেতে অনেকেই কাস্টিং সংস্থার শরণাপন্ন হন। নোরাও তার ব্যতিক্রম নন। তবে সেই সংস্থা যে নোরাকে যোগ্য পারিশ্রমিক দিত না, সে কথাও জানান শিল্পী। নোরা বলেন, ‘‘সংস্থা বড় পরিমাণ অর্থ কেটে নিয়ে আমাকে কম টাকা দিত। একটা ডিম আর এক টুকরো পাউরুটি খেতাম দিনে।’’ নোরা আরও জানান, পরিস্থিতি সময়ের সঙ্গে এতটাই কঠিন হতে শুরু করে যে তিনি চিকিৎসকের সাহায্য নিতে বাধ্য হন। কিন্তু হাল ছাড়েননি তিনি। তবে লড়াইয়ের দিন কাটিয়ে সময়ের সঙ্গে নোরার দাবি বলিউডে তার পায়ের নীচের জমি শক্ত করেছেন। ‘রকি হ্যান্ডসাম’, ‘সত্যমেব জয়তে’ বা ‘বাটলা হাউস’-এর মতো ছবিতে তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। সম্প্রতি কুণাল খেমু পরিচালিত ‘মাডগাঁও এক্সপ্রেস’ ছবিতে দর্শক নোরাকে দেখেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সারাদিনের | খাবার | ছিল | একটা | ডিম | আর | এক | টুকরো | পাউরুটি