অর্থনীতি

শেষ মুহূর্তে জমে উঠেছে টুপি-আতরের বাজার

শেষ মুহূর্তে জমে উঠেছে টুপি-আতরের বাজার
রাত পোহালেই ঈদ। ঈদের নামাজে নতুন পোশাকের সঙ্গে চাই নতুন টুপি। আতরের ঘ্রাণ পবিত্রতায় যোগ করবে নতুন মাত্রা। তাই শেষ মুহূর্তে টুপি, তসবিহ ও আতরের দোকানে ঢুঁ মারছেন রাজধানীবাসী। বুধবার (১০ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররম মার্কেট এলাকার ব্যবসায়ীরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মার্কেটের ব্যবসায়ীরা জানান, বায়তুল মোকাররমে একটি টুপি ৫০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ২০ থেকে এক হাজার ২০০ টাকায় মিলবে তসবিহ। আর সর্বনিম্ন ৩০ টাকায় আতর পাওয়া যায়। উৎকৃষ্টমানের ছোট এক কৌটা আতর ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্যবসায়ী শাহ আলম জানান, বেচাবিক্রি ভালো হচ্ছে। বছরের এ সময়টাতেই তাঁরা  একটু বেশি বিক্রি করে থাকেন। বায়তুল মোকাররম মার্কেটে আসা ক্রেতা মো. হাসিব জানান,  শুধু টুপি কেনার জন্য আসেননি। অন্যান্য জিনিস কিনেছেন, হঠাৎ মনে হলো  যখন আসা হয়েছে তখন কয়েটা টুপিও কিনে নিয়ে যান। অপর ক্রেতা ইলিয়াস হোসেন জানান, তিনি  ৫০ টাকা দিয়ে একটি তসবিহ কিনেছেন। এটি তাঁর মায়ের জন্য কেনা হয়েছে। আতর কেনারও ইচ্ছা আছে। এখানে প্রচুর পণ্য, দেখেশুনে নেওয়া যায়, দামও মোটামুটি কম বলে জানান তিনি। এ সময়ে অনেককে জায়নামাজও কিনতে দেখা যায়। বায়তুল মোকাররম ক্ষুদ্র মার্কেটে অনেক আতর, টুপি, তসবিহর দোকান রয়েছে। এছাড়া দক্ষিণ গেটেও ঈদ উপলক্ষে  বসেছে অস্থায়ী দোকান।

এ সম্পর্কিত আরও পড়ুন শেষ | মুহূর্তে | জমে | উঠেছে | টুপিআতরের | বাজার