‘লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোক মুম্বাইতে আসছে। বড় কিছু ঘটবে...। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে শনিবার (২০ এপ্রিল) ফোন এলো। সেই সাবধান বাণীর পরই স্থানীয় থানায় যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে।
এদিকে, খুনের হুমকি ও বাড়িতে হামলার ঘটনার মাঝেই মুম্বাই ছেড়ে দুবাইতে পাড়ি দেন বলিউড সুপার স্টার সালমান খান। গত শুক্রবার নিরাপত্তায় মুড়ে বিমানবন্দরের অন্দরে প্রবেশ করতে দেখা যায় ‘ভাইজানকে।’ পরনে কালো টিশার্ট, টর্নড জিন্স। চোখে রোদচশমা। ভক্ত এবং পাপারাজ্জিরা দূর থেকেই সালমন খানকে লেন্সবন্দি করেন। এবার কাছে যাওয়ার সুযোগ আর হয়নি তাদের।
বড় কিছু ঘটার আভাস পাওয়ার পর থেকেই মাঠে নেমে পড়েছে মুম্বাই পুলিশ প্রশাসন। এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) ২০ বছর বয়সি গাজিয়াবাদের এক যুবককে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সালমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট পর্যন্ত অ্যাপ ক্যাব বুক করার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই তরুণ রসিকতার ছলেই লরেন্স বিষ্ণোইয়ের নাম নিয়ে ক্যাব বুক করেছিল।
গ্যাংস্টারদের শাসানিতেও ভয় নেই ভাইজানের। সদর্পে কাজ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, বলিউড সুপারস্টার আসলে দুবাইতে রয়েছেন নিজস্ব ফিটনেস ব্র্যান্ডের কাজে। কিন্তু কোথায়, কখন থাকছেন কিংবা তার কর্মসূচী কোনটাই ফাঁস করা হয়নি নিরাপত্তার খাতিরে গতকাল পর্যন্ত।
এবার সালমন নিজেই সেখান থেকে ভিডিও শেয়ার করে বললেন, আমি ক্যারাটে কম্বেট অনুষ্ঠানে যাচ্ছি। সেটা সম্পর্কে এখনই বিশেষ কিছু ভাঙব না। আপনারা নিজেরাই দেখতে পাবেন।
উল্লেখ্য, মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে হামলা প্রসঙ্গে কোনও কথাই শোনা গেল না সালমনের মুখে।
এএম/