আর্কাইভ থেকে বাংলাদেশ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময়

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এমন প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মৎস্য দপ্তর। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার দুপুর ১২টায় মৎস্য দপ্তরের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান মিয়া উপজেলায় মৎস্য উৎপাদনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সেই সাথে জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য ও মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গৃহিত বিভিন্ন কর্মুসচীর কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কামাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারন সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক যুগান্তরের হাকিমপুর উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজসহ অনেকে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | মৎস্য | সপ্তাহ | উপলক্ষ্যে | মতবিনিময়