চট্টগ্রামে লরির ধাক্কায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছেন কলেজ ছাত্রীফাতেহা জাহান জেবা (১৮)।
শনিবার (২৩ জুলাই) বেলা ৩টার দিকে সীতাকুণ্ডে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৩ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তিনি নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের বাড়ি ফৌজদারহাটের কালুশাহ নগরে।
চোখের সামনে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছিলেন না বাবা মো. ফারুক। ঘটনাস্থলে উদ্ভ্রান্তের মতো কান্নাকাটি ও ছোটাছুটি করেন তিনি। কখনো গাড়ির নিচে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। উপস্থিত লোকজন তাকে নিবৃত্ত করে।
পুলিশ জানিয়েছে, মেয়েকে মোটরসাইকেলে করে কলেজে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা। তারা ফৌজদারহাট-বায়েজিদ সড়কের ৩ নম্বর ব্রিজের কাছে যাওয়ার পর পেছন থেকে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন জেবা। পরে লরিটি তাকে পিষ্ট করে চলে যায়। ছিন্নভিন্ন হয়ে যায় জেবার মাথা।
নিজের মোটর সাইকেল থেকে পড়ে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু দেখে দিশেহারা বাবা একবার নিথর পড়ে থাকা মেয়ের কাছে ছুটে যান, আরেকবার চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দেয়ার চেষ্টা করেন।
পথচারীরা তাকে নিবৃত করতে পারলেও চোখের পানি ধরে রাখতে পারেনি।