আর্কাইভ থেকে বাংলাদেশ

সরকার সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : সিইসি

সরকার সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের সপ্তম দিনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে মুসলিম লীগ। সরকারের কাছে ভোটের সময় সহযোগিতা চাইবে নির্বাচন কমিশন (ইসি)। সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।  এজন্য ভোটের সময় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিবদমান সমস্যার সমাধান করতে হবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল । আজ সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন । সংলাপে মুসলীম লীগ নেতারা আগামী নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়া, ইভিএমে ভোট না নেয়া এবং জেলা জজদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানান। এদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ হবে। আরও পরের দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সময় নির্ধারণ থাকলেও তারা সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এলডিপি জানিয়েছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অংশ হওয়াতে সংলাপে তারা আসবেন না।

এ সম্পর্কিত আরও পড়ুন সরকার | সহযোগিতা | নির্বাচন | প্রশ্নবিদ্ধ | হবে | | সিইসি