জিম্বাবুয়েতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচে আঙুলের চোট নিয়ে ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান। সেকারণে শেষ টি-টোয়েন্টি না খেলে দেশে ফিরে এসেছেন সোহান।
এবার উন্নত চিকিৎসার জন্য যাবেন সিঙ্গাপুরে। সেখানেই সিদ্ধান্ত হবে, সোহানের চোট আক্রান্ত আঙুলে অস্ত্রোপচার লাগবে কীনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিঙ্গাপুর যাচ্ছি।
সোহান বলেন, ইনশাল্লাহ সিঙ্গাপুর যাবো। এখনো ভিসা প্রসেসিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ত্রোপচার নাও লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হবো।
সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে চিকিৎসক দেখানো হবে। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে।