আর্কাইভ থেকে বাংলাদেশ

কাঁচা মরিচের কেজি ২৪০-২৫০ টাকা

কাঁচা মরিচের কেজি ২৪০-২৫০ টাকা

রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। সেইসঙ্গে শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। 

আজ শুক্রবার (৫ আগস্ট) রাজাধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। প্রতি কেজি চিচিঙ্গা, পটল, ঢেঁড়স ও ধুন্দল বিক্রি হচ্ছে ৬০ টাকায় । পেঁপে ৫০ টাকা কেজি দরে এবং প্রতি পিস কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন ৯০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ৯০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি হালি লেবু ১৫ থেকে ২০ টাকা এবং কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ও রসুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। প্রতি কেজি চায়না রসুন ১৪০ থেকে ১৪৫ টাকা এবং আদা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায় ।

প্রতি ডজন লাল ডিম ১২০ টাকা, হাঁসের ডিম ১৯০ থেকে ১৯৫ টাকা, দেশি মুরগির ডিম ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় এবং সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা ও লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৭০০ টাকা কেজি গরুর মাংস ও ৯০০ টাকা কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে।

তবে সপ্তাহ ব্যবধানে মাছের দামে তেমন পরিবর্তন আসেনি। প্রতি কেজি রুই মাছ ৩০০-৪৫০ টাকায়, তেলাপিয়া ও পাঙাশ মাছ ১৬০-১৮০ টাকায় এবং শিং মাছ ৩০০-৪৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি শোল মাছ ৪০০-৬০০ টাকা ও কৈ মাছ ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজির ইলিশের দাম পড়ছে ৭০০ থেকে ৮০০ টাকা।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন কাঁচা | মরিচের | কেজি | ২৪০২৫০ | টাকা