জাতীয়

বাংলাদেশের নাগরিক, প্রমাণ করলেই মিলবে এনআইডি: সিইসি

বাংলাদেশের নাগরিক, প্রমাণ করলেই মিলবে এনআইডি: সিইসি
বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে, দ্বৈত নাগরিকত্ব থাকলেও জাতীয় পরিচয় পত্র মিলবে। মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন। বললেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল এ কথা জানিয়েছেন। সোমবার (১০ জুন) সকালে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, এখনও জাতীয় পরিচয় পত্র নিয়ে জালিয়াতি হচ্ছে। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে কমিশন। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন তিনি। কাজী হাবীবুল আউয়াল আরও বলেন, জাতীয় পরিচয়পত্র এখনও ১০০ ভাগ চূড়ান্তপর্যায়ে আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেনা না। একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | নাগরিক | প্রমাণ | করলেই | মিলবে | এনআইডি | সিইসি