বিনোদন

‘কল্কি’র নতুন পোস্টারে নজর কাড়লেন দীপিকা, আসছে ট্রেলার!

‘কল্কি’র নতুন পোস্টারে নজর কাড়লেন দীপিকা, আসছে ট্রেলার!
চলতি বছরের বহুল প্রত্যাশিত সিনেমা ‘কল্কি ২৮৯৮’ এর নতুন পোস্টারে সবাইকে চমকে দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।  রবিবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিনেমাটির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিস পোস্টারটি রিলিজ করতেই  তা ভাইরাল হয়। দীপিকা নিজেও পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টারে দীপিকাকে বেশ উদ্বিগ্ন ও হতাশ দেখাচ্ছে। সে জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। এদিকে, দীপিকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে রণবীর সিং লেখেন, ‘অসম্ভব সুন্দর!’ ভক্তরাও দীপিকার এই পোস্টারে মন্তব্য করে নিজেদের ভালোলাগা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘দীপিকা, আপনি আক্ষরিক অর্থে সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সেরা পোস্টার।’ কেউ বা লিখেছেন, ‘সেই ভিডিও গেম টাইপের পোস্টারগুলোর চেয়ে অনেক ভালো।’ কল্কি ঘিরে দর্শক উন্মাদনা যেন বাড়ছেই! ইতোমধ্যে সামনে এসেছে নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমার বেশ কিছু ঝলক। যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও দেখা মিলেছে কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির। পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত ও বৈজ্ঞানিক কল্পকাহিনির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। যদিও শুরুতে সিনেমাটি ‘প্রজেক্ট কে’ হিসেবেই জানতেন সবাই। পরে এর নাম রাখা হয় ‘কল্কি ২৮৯৮ এডি’। ২০২৪ সালের সবচেয়ে বড়, বিগ বাজেট এবং প্রতীক্ষিত সিনেমাটি ২৭ জুন মুক্তি পেতে যাচ্ছে। এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন কল্কির | নতুন | পোস্টারে | নজর | কাড়লেন | দীপিকা | আসছে | ট্রেলার