ক্রিকেট

শ্রীলঙ্কা চাপে থাকবে, বলছেন নেপাল অধিনায়ক

শ্রীলঙ্কা চাপে থাকবে, বলছেন নেপাল অধিনায়ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেককিছুই দেখছে। ছোট দল-বড় দল বলে তেমন কিছু থাকছে না এখানে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে নেপাল। যেখানে নেপালের অধিনায়ক বেশ আত্মবিশ্বাস দেখিয়েছে। রোহিত পৌডেল জানিয়েছেন, প্রতিপক্ষ লঙ্কানরা বেশ চাপেই থাকবে এই ম্যাচটিতে। আগামীকাল (মঙ্গলবার) ভোর সাড়ে ৫ টায় লডারহিলে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। লঙ্কানরা ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাথে হেরে কিছুটা পিছিয়ে আছে। নেপাল অধিনায়ক বলেছেন, 'আপনি যদি এই বিশ্বকাপের দিকে তাকান, সহযোগী দেশগুলো টেস্ট-খেলুড়ে দেশগুলোকে হারাচ্ছে। তো এটা আমাদের সবার জন্যই অনুপ্রেরণার, বিশেষ করে আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে।' পৌডেল শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে বেশ আশাবাদী বলে জানিয়েছেন। পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হারানো এবং আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার জয় থেকে উৎসাহ খুঁজে নিয়েছে নেপালীয় অধিনায়ক। তিনি বলেন, 'আপনি যদি এই টুর্নামেন্টের দিকে তাকান, এখানে অনেক আপস-ডাউনস আছে। আসলে দলের বিশ্বাস, আমাদের চেয়েও বেশি দল হিসেবে, চাপ তৈরি করে আগামীকালের ম্যাচটা জিততে চাই। তো আমরা যদি বেসিক জিনিসগুলো ঠিক রাখি,এগিয়ে যেতে পারব।'   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কা | চাপে | থাকবে | বলছেন | নেপাল | অধিনায়ক