আর্কাইভ থেকে বাংলাদেশ

শেষ হাসিটা ভারতই হাসলো

শেষ হাসিটা ভারতই হাসলো

টানটান উত্তেজনা। পুরো স্টেডিয়ামে পিনপতন নীরবতা। কি হতে কী হয়! কোন দল জিতবে, শেষ ওভার পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিল না।অবশেষে শেষ হাসিটা ভারতই হাসলো। পাকিস্তনের দেয়া ১৪৭ রানের টার্গেটে পৌঁছাতে অনেক ঘাম ঝরাতে হয়েছে ভারতের। অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত এই লড়াইয়ে হাসলো ভারত। হার্দিক পান্ডিয়ার ছক্কায় ভাঙলো পাকিস্তানের স্বপ্ন।

দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে ভারত।

শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ২১ রান। হারিস রউফের করা ইনিংসের ১৯তম ওভারটিই যেন ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওই ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান হার্দিক। ফলে শেষ ওভারে ভারতের দরকার পড়ে মাত্র ৭ রান।

মোহাম্মদ নেওয়াজ শেষ ওভার করতে এসে প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে (২৯ বলে ৩৫) বোল্ড করে দিলে আবারও নড়েচড়ে বসেন পাকিস্তানি সমর্থকরা। নেওয়াজ পরের দুই বলে দেন মাত্র ১ রান।শেষ ৩ বলে ভারতের দরকার তখন ৬।হার্দিক পান্ডিয়া ওভারের চতুর্থ বলটি লংঅনের ওপর দিয়ে আছড়ে ফেলেন এই অলরাউন্ডার। ভারত পৌঁছে যায় লক্ষ্যে।

এ সম্পর্কিত আরও পড়ুন শেষ | হাসিটা | ভারতই | হাসলো