ক্রিকেট

লড়াই করে জিতবো আমরা: নাজমুল হাসান পাপন

লড়াই করে জিতবো আমরা: নাজমুল হাসান পাপন
সোমবার (২৫ জুন) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন দেশের ক্রিকেট নিয়ে কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল পাপন তানজিম হাসান সাকিবকে নিয়ে বলেন, 'প্রথমবারের মতো বাচ্চা-বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলতে গেছে। এই যে আমরা সুপার এইটে উঠলাম, এর আগেতো কখনো পারানি। এই যে তানজিম, তামিম বাচ্চা ছেলে কি সব বাঘা-বাঘা বোলার। ভয় পায় না কিন্তু। কোনো ভয় পায় না। তানজিম সাকিব বল করতেছে, জীবনের প্রথম খেলতে গেছে। এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই তারা, নামই শুনেছে খালি। ও বল করে যে, একটুও ভয় পায় না। বড় বড় প্লেয়াররা চমকে উঠছে। এরপর লেগ স্পিনার রিশাদ হোসেন প্রসঙ্গে বলেন, 'রিশাদ হোসেন বাচ্চা ছেলে। ওর বলই বুঝতে পারে না। হারতে পারি আমরা। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাইনা। লড়াই করে জিতবো আমরা।' তিনি তার বক্তব্যে আরও বলেন, 'ফুটবলে নাকি আমরা পিছিয়ে আছি। ইনশাআল্লাহ আমি আপনাদের বলছি আগামী চার বছরের মধ্যে ফুটবল না অন্যান্য খেলাধুলাসহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবার সাথে লড়াই করবো। আমরা কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না।' মন্ত্রী আরও বলেন, এই সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই টুর্নামেন্ট থেকে উঠে আসবে উদীয়মান প্রতিভাবান ফুটবলার। কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রুমুখ। মাসব্যাপী এই টুর্নামেন্টে কিশোরগঞ্জ জেলার ২১টি কলেজ এবার অংশগ্রহণ করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন লড়াই | করে | জিতবো | নাজমুল | হাসান | পাপন