জাতীয়

তিস্তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে মমতার চিঠি, যা বললেন প্রধানমন্ত্রী

তিস্তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে মমতার চিঠি, যা বললেন প্রধানমন্ত্রী
তিস্তা প্রকল্প নিয়ে কথা হয়েছে এবং মমতার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেয়ার বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে ঢাকা নাক গলাবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জুন) ভারতে দুই দিনের সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশকে তিস্তা ও গঙ্গা নদীর পানি দেয়ার বিষয়ে ব্যাপক বিরোধিতা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে না জানিয়েই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পানি দিতে চাইছে। এমন পরিস্থিতিতে মমতার হুঁশিয়ারি, কেন্দ্র যদি একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেয়, তবে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ তো বটেই ভারতজুড়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে। সোমবার (২৪ জুন) রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্নে’ এক বৈঠক থেকে মমতা বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পানি বিক্রি করে দিচ্ছে। সিকিম যখন তিস্তা নদীর উপর ১৪টা হাইড্রো পাওয়ার (জলবিদ্যুৎ) করেছে, তখন তারা (কেন্দ্র সরকার) চোখে দেখেনি। আর এখন বলছে সব পানি দিয়ে দাও। দিতে তো আপত্তি নেই, কিন্তু আমার থাকলে তো দেবো! আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু রাজ্যকে বিক্রি করে দেয়ার স্বার্থে নয়। টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন তিস্তা | নিয়ে | কেন্দ্রীয় | সরকারকে | মমতার | চিঠি | প্রধানমন্ত্রী