দেশজুড়ে

অভিযান অবৈধ দখলদারের বিরুদ্ধে, ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় : ডিএনসিসি

অভিযান অবৈধ দখলদারের বিরুদ্ধে, ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় : ডিএনসিসি
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, আমাদের অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে। আজকের অভিযানে দেখেছেন রামচন্দ্রপুর খালের তীর দখল করে স্থাপনা করা হয়েছে। সেই স্থাপনা থেকে দখল উচ্ছেদ করা হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। বললেন, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। অভিযান প্রসঙ্গে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ সাংবাদিকদের বলেন, খাল ও সড়কের জায়গা উদ্ধারে আমরা অভিযান শুরু করেছি। এর আগে বেশ কয়েকবার তাদের নোটিশ দেয়া হয়েছে, কিন্তু তারা আমলে নেয়নি। তিনি আরও বলেন, সাদেক অ্যাগ্রোর মালিককে ঈদের আগেও  নোটিশ দেয়া হয়েছে। অবৈধ স্থাপনা থাকলে সরিয়ে নিতে বলা হয়েছে। ঈদের আগে উচ্ছেদ অভিযান করা হয়নি। কারণ এর ফলে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো। ডএনসিসি এমনটা চাইনি বলে উচ্ছেদে যায়নি। সেই নোটিশের কোনো ব্যবস্থা নেয়নি। জানা যায়, অভিযানে ডিএনসিসির অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা ছাড়াও প্রচুর পরিমাণে পরিচ্ছন্নতা কর্মী অংশ নিয়েছেন। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫–এর এক কর্মকর্তা জানান, সাদিক অ্যাগ্রো রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। এর আগেও তাদের নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয়ে তোয়াক্কা করেনি। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন অভিযান | অবৈধ | দখলদারের | বিরুদ্ধে | ব্যক্তিপ্রতিষ্ঠানের | বিরুদ্ধে | | ডিএনসিসি