দেশজুড়ে

উচ্ছেদের পরে যেখানে নেয়া হচ্ছে সাদিক অ্যাগ্রোর পশু

উচ্ছেদের পরে যেখানে নেয়া হচ্ছে সাদিক অ্যাগ্রোর পশু
সাদিক অ্যাগ্রোর খামারের পুরোটাই উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  মোহাম্মাদপুর খামারের পশুগুলো সরিয়ে নেয়া হচ্ছে প্রতিষ্ঠানটির সাভার উপজেলার বলিয়াপুরের খামারে। শনিবার (২৯ জুন) দুপুরে টানা তৃতীয় দিনের মতো মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকার ১নং সড়কে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ডিএনসিসি জানায়, আজকের অভিযানে নয়টি পাকা স্থাপনা, একটি হাউজিংয়ের গেট এবং আশেপাশের বেশ কিছু ছোট স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। তিন দিনের অভিযানে প্রায় ৭০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এখন পর্যন্ত ২০ বিঘা জমি উদ্ধার করেছে সিটি করপোরেশন। এছাড়া রামচন্দ্রপুর খালের ১০ টন বর্জ্য পরিষ্কার করে খনন কাজ চালানো হয় বলে জানিয়েছে ডিএনসিসি। সাদিক অ্যাগ্রোর কর্মীরা জানায়, সাভারের বলিয়াপুরে বিশাল আয়তনের খামার রয়েছে সাদিক অ্যাগ্রোর। দুপুরে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনা থেকে গরু, ছাগল ও দুম্বা সরিয়ে পাশে অন্য মালিকানাধীন একটি জায়গায় রাখা হয়। পরে বিকেল নাগাদ নিজস্ব ট্রাকে বিশাল দেহী গরুগুলো সাভারে নেয়া হয়। উল্লেখ্য, গেলো ২৭ জুন সকালে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল উদ্ধারে অভিযান শুরু করে ডিএনসিসি।অভিযানের শুরুতেই ভাঙা পড়ে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর খামারের একাংশ আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন উচ্ছেদের | যেখানে | নেয়া | হচ্ছে | সাদিক | অ্যাগ্রোর | পশু