আর্কাইভ থেকে বাংলাদেশ

অক্টোবরে কমবে মূল্যস্ফীতি

অক্টোবরে কমবে মূল্যস্ফীতি

গেলো ১০ বছরে দেশে উন্নয়ন বেশি হওয়ায় খরচও হয়েছে বেশি, আমলে নেয়া হয়নি অনেক কিছু। করোনাভাইরাস ও বহির্বিশ্বে মোড়লদের কোন্দলের কারণে দেশের অর্থনীতি কিছুটা বিপাকে থাকলেও আগামী অক্টোবরের মধ্যে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে। আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বাড়লেও তা অক্টোবরে কমে আসবে। বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) উন্নয়ন সংলাপে মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন,‘ আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-র ঋণ পাবই এটা নিশ্চিত, এছাড়া আমন ধান ঘরে আসবে। এসবের ইতিবাচক প্রভাবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমবে। এছাড়া অন্যান্য সবকিছু ঠিক হতে শুরু করবে।

এম এ মান্নান বলেন, ‘২০ লাখ মেট্রিকটন খাদ্য মজুত আছে। আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাবো। সবমিলিয়ে অক্টোবর থেকে কমে আসবে। তবে আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বাড়বে। আগস্ট মাসের তথ্য হাতে এসেছে। তবে সরকারপ্রধান দেশের বাইরে আছেন। ওনাকে দেখানোর পর আগস্ট মাসের মূল্যস্ফীতি প্রকাশ করবো।’

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন অক্টোবরে | কমবে | মূল্যস্ফীতি