ইউরোপ

পরাজয়ের দায় নিয়ে যা বললেন সুনাক

পরাজয়ের দায় নিয়ে যা বললেন সুনাক
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির হতাশাজনক  ফলাফলের পরই পরাজয় স্বীকার করে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এই ফলাফলে দুঃখ প্রকাশ করে দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। একইসঙ্গে অনেক কিছু শেখার আছে বলেও মন্তব্য করেছেন বিদায়ী এ প্রধানমন্ত্রী। শুক্রবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ঋষি সুনাক বলেন, ‘এই কঠিন রাতে, আমি আপনাদের অব্যাহত সমর্থনের জন্য রিচমন্ড এবং নর্থালারটন নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জিতেছে এবং আমি স্যার কিয়ার স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে তাকে ফোন করেছি।’ এ বিদায়ী প্রধানমন্ত্রী বলেন,  আজ সব পক্ষের শুভেচ্ছাসহ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে। এটি এমন কিছু যা  দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি সকলকে আস্থা এনে দেবে। সুনাক আরও বলেন, ‘ব্রিটিশ জনগণ আজ রাতে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে... এবং আমি সেই ক্ষতির দায় নিচ্ছি।’ এসময়, নিজেদের অক্লান্ত প্রচেষ্টা, স্থানীয় রেকর্ড ভালো থাকা সত্ত্বেও অনেক ভালো, কঠোর পরিশ্রমী কনজারভেটিভ প্রার্থীদের যারা আজ পরাজিত হয়েছেন, তাদের কাছেও দুঃখ প্রকাশ করেন ঋষি সুনাক। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পরাজয়ের | দায় | নিয়ে | সুনাক