আর্কাইভ থেকে বাংলাদেশ

রানির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে যুক্তরাজ্য

রানির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে যুক্তরাজ্য

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যে। বাকিংহাম প্যালেসসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যান।

বানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাকিংহাম প্যালেসের বাইরের প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে দেখা দেখা যায় অনেককে। প্রাসাদের মূল ফটকের সামনে দ্বিতীয় এলিজাবেথকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন সাধারণ মানুষ। ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে তারা জানাচ্ছেন দীর্ঘ সাত দশক সিংহাসনে থাকা রানির প্রতি ভালোবাসা।

এ সম্পর্কিত আরও পড়ুন রানির | মৃত্যুতে | রাষ্ট্রীয় | শোক | পালন | করছে | যুক্তরাজ্য