নাটোরে ১ হাজার ৫০০ টাকার জন্য বন্ধুকে খুনের দায়ে জসিম উদ্দিন (২০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরী গ্রামের বকুল মিয়ার ছেলে।আজ
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, আসামি জসিম উদ্দিন তার বন্ধু লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরী গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়ার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ধার নিয়ে জুয়া খেলে হেরে যায়। পরে ওই টাকা ফেরত দেয়ার জন্য সোহাগ চাপাচাপি শুরু করলে জসিম তাকে হত্যার পরিকল্পনা করে। ২০১৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় সোহাগকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যায় জসিম। সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। পরে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় মামলার সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে বিচারক মো. শরীফ উদ্দীন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। নাটোর জজ কোর্টের পিপি মো. সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। ভূক্তভোগী পরিবারও সন্তুষ্ট।