তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয়ার্ধের দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ।
মিউনিখের আলিয়াঁজ এরিনাতে ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের কর্ণার থেকে হেডের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু তিন মিনিট পরেই লেরয় সানের দুর্দান্ত চিপের গোলে ব্যবধান দ্বিগুন করে বায়ার্ন। জার্মান এই এ্যাটাকারের অসাধারণ এই গোলটি অনেকদিন বায়ার্ন সমর্থকদের মনে গেঁথে থাকবে।
এর আগে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির সাবেক তারকা সানে এক গোল করার পাশাপাশি আরো এক গোলের যোগান দিয়েছিলেন। ঐ ম্যাচটিতেও বায়ার্ন ২-০ গোলে জয়ী হয়ে এবারের মৌসুমের শুভ সূচনা করে।
কাল প্রথমার্ধের প্রায় বেশীরভাগ সময়ই বার্সা দাপট দেখিয়েছে। একের পর এক আক্রমণে তারা বায়ার্নের রক্ষণভাগকে বিপদে ফেলেছিল। কিন্তু লিওয়ানদোস্কির মিসের কারণে এগিয়ে যাওয়া হয়নি।
আগামী ২৬ অক্টোবর ফিরতি ম্যাচে ক্যাম্প ন্যু সফরে আসবে বায়ার্ন।
গ্রুপ-সি’র আরেক ম্যাচে এডিন জেকো এক গোল ও এক এ্যাসিস্টে ভিক্টোরিয়া প্লাজেনকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মিলান। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়া ইন্টার ২০ মিনিটে জোয়াকুইন কোরেয়ার পাসে অনেক ফাঁকায় দাঁড়ানো জেকো ডান পায়ের জোড়ালো শটে প্লাজেন গোলরক্ষক জিনদ্রিচ স্টানেককে পরাস্ত করেন। ৭০ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে জেকোর এ্যাসিস্টে ডেনজেল ডামফ্রাইস ব্যবধান দ্বিগুন করেন।
বায়ার্নের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর ইন্টার এই প্রথম পয়েন্ট সংগ্রহ করলো। অন্যদিকে দুই ম্যাচেই পরাজিত প্লাজেন এখনো কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।