আর্কাইভ থেকে বাংলাদেশ

ঋণ শোধ না করায় ট্রাক্টর দিয়ে কৃষকের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা

ঋণ শোধ না করায় ট্রাক্টর দিয়ে কৃষকের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা

ট্রাক্টর কেনার ঋণ পরিশোধ করতে পারেনি বলে এক কৃষকের অন্তঃসত্ত্বা মেয়েকে ওই ট্রাক্টর দিয়েই পিষে দিলেন এক ঋণ আদায়কারী কর্মী। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় ইচক থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার থেকে ঋণ নিয়ে বেশ কিছু মাস আগে একটি ট্রাক্টর কিনেছিলেন ওই কৃষক। তবে চাষ করে বিশেষ লাভের মুখ না দেখায় ট্রাক্টর কেনার ঋণের কিস্তি মেটাতে পারেননি তিনি। আর সেই কিস্তির টাকা সংগ্রহ করতেই তাঁর বাড়িতে পৌঁছন ওই ঋণ প্রদানকারী সংস্থার এক আদায়কর্মী। 

ঋণ পরিশোধ নিয়ে কৃষক এবং আদায়কর্মীর মধ্যে বাকবিতণ্ডা চলার এক পর্যায়ে ওই কৃষকের তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার সঙ্গেও ওই আদায়কর্মীর ঝগড়া শুরু হয়। এরপরই ট্রাক্টর দিয়ে ওই অন্তঃসত্ত্বা মহিলাকে পিষে দেন অভিযু্ক্ত কর্মী। 

মহিলাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই কৃষকের আত্মীয়ের দাবি, আগে থেকে কিছু না জানিয়েই ওই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীরা হঠাৎ করে তাদের বাড়িতে এসে চড়াও হন।

ডিএসপি মনোজ রতন চোথে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, অভিযুক্ত ঋণ আদায়কারী কর্মী এবং ওই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ঋণ | শোধ | করায় | ট্রাক্টর | দিয়ে | কৃষকের | অন্তঃসত্ত্বা | মেয়েকে | হত্যা