তথ্য-প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট নিয়ে সিদ্ধান্ত রোববার :পলক

মোবাইল ইন্টারনেট নিয়ে সিদ্ধান্ত রোববার :পলক
আগামীকাল মোবাইল ফোন  অপারেটরদের সঙ্গে বৈঠকের পর মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ডাকভবনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জুনাইদ আহমেদ পলক বলেন , রোববার সকাল ৯টায় মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক হবে।  বৈঠকে সন্তুষ্ট হলে রবি-সোমবার মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে। তিনি বলেন, সরকার ইন্টারনেট শাটডাউন করেনি। ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও তার পুড়িয়ে দেয়ার জন্য। এজন্য শুধু টেলিকম খাতে ৫০০ কোটি টাকা এবং সব মিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে  সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে আগুন দেয়ার ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মোবাইল | ইন্টারনেট | নিয়ে | সিদ্ধান্ত | রোববার | পলক