রাজধানীর মিরপুর এলাকা থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার(১৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম।
গেলো বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। ওই সময় বিএনপি- আওয়ামী লীগ- পুলিশের মধ্যে সংর্ঘষ হয়।