দেশজুড়ে

কক্সবাজারে ২ হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে ২ হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড
কক্সবাজারে পৃথক ২ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ডাকাত শেরে ফরহাদ ভূঁইয়া। অপর তিনজন মহেশখালীর মাতারবাড়ির মাইজপাড়া এলাকার আব্দুল মুনাফ, করিম দাদ ও শামসুল আলম। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন। এজাহার ও আদালত সুত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বটতলী বাজারে ডাকাত শেরে ফরহাদের নেতৃত্বে ছুরিকাঘাতে হত্যা করা হয় ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে। পরে বাবুলের বাবা বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন। আর এক মামলায়, ১৯৯৪ সালের ৪ মার্চ মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়া এলাকায় আব্দুল মুনাফ, করিম দাদ ও সামসুল আলমের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন লব্বত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেন। পরে স্বজনরা বাদী হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেন। সে মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত বেলাল জানান, সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এ আদেশ দিয়েছেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজারে | ২ | হত্যা | মামলায় | চার | জনের | মৃত্যুদণ্ড