জাতীয়

সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ুন: মির্জা ফখরুল 

সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ুন: মির্জা ফখরুল 
কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা সরকারের পদত্যাগের দাবিতে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি  আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন,  ‘আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক, ন্যায় সংগত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমারা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এবং এই ভয়াবহ শাসক গোষ্ঠীর পতনের লক্ষে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবি, শ্রমিক, কৃষকসহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতির এক চরম ক্রান্তিলগ্নে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠুরতা ও বর্বরতা আশ্রয় নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল ঘটনা।’ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের নেতা-কর্মীদের আটক করা হয়। আটকাভিযান এখনও চলছে। আন্দোলন দমাতে সান্ধ্য আইন দিয়ে, সেনা বাহিনী নামিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সান্ধ্য আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় রেইট দিয়ে নিরীহ ছাত্রসহ বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তারে ত্রাসের রাজত্ব কায়েম করা কয়েছে। আটক করতে যেয়ে বাসা বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দলের ক্যাডাররা ছাত্র ও নেতাকর্মীদের পরিবার-পরিজনের সাথে অসৌজন্য মূলক আচরণ করছে।’ ‘দেশে আজ এক গণ অভূত্থানের সূচনা হয়েছে’ উল্লেখ করে মির্জা ফখরুল  বলেন, ‘ ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাঈদ, মুগ্ধসহ শত নিরীহ ছাত্র শিশু ও জনতার রক্তে অবৈধ শাষকগোষ্ঠীর হাত রঞ্জিত হয়েছে। জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে। ছাত্র, শ্রমিক, পেশাজীবী, চাকরিজীবী, মা বোন, পিতা-মাতা, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, লেখক আজ এক কাতারে। দলমত, বয়স, ধর্ম নির্বিশেষে সকল মানুষ ফুলে উঠেছে ক্রোধে। দ্রোহের মিছিলে শরীক হচ্ছে সকল স্তরের সকল শ্রেণির সকল বয়সের মানুষ। আমি তাদের অভিবাদন জানাই।’ তিনি বলেন, গতকাল শহীদ মিনারে জনতার উত্তাল সমুদ্রে সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বায়কারীরা এই অবৈধ সরকারের প্রধানের পদত্যাগ দাবি করেছে এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে। দেশের সক মানুষ এই দাবীর প্রতি সমর্থন জানিয়েছে। আমরা ২০১২ সাল থেকে এই সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে আসছি। এখন ছাত্রদের ন্যায় সংগত দাবি কোটা ব্যবস্থায় ব্যক্তিক সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণের রক্ত ঝরিয়েছে, শত শত মায়ের বুক খালি করেছে, শত সন্তানরা পিতাকে হরিয়েছে। এমনকি ৪ বছরের শিশুও রেহাই পায়নি। গণহত্যার মাধ্যমে ছাত্রদের আক্রমণকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বারপ্রান্তে উপস্থিত, তাকে স্তব্ধ করার ক্ষমতা কারও নেই।’ এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন সরকার | পতনের | আন্দোলনে | ঐক্যবদ্ধ | হয়ে | ঝাঁপিয়ে | পড়ুন | মির্জা | ফখরুল