বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই: শশী থারুর

আন্তর্জাতিক ডেস্ক

কংগ্রেসের প্রভাবশালী নেতা ও লোকসভার সদস্য শশী থারুর।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই বলে মনে করেন দেশটির বিরোধীদল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও লোকসভার সদস্য শশী থারুর।

এছাড়া তিনি বলেছেন, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় না দিলে ভারতের জন্য লজ্জাজনক হতো।

সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রবীণ এই রাজনীতিবিদ। 

শশী থারুর বলেন, ‘১৯৭১ সাল থেকেই আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে আমরা সম্পর্ক বজায় রেখেছি। অবশ্যই অন্তর্বর্তী সরকারের সময়ও সেই সম্পর্কের কোনো অবনতি হওয়া উচিত নয়।’ 

 শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ বিষয়ে শশী থারুর বলেন,

শশী থারুর বলেন, ‘আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক বিষয়ে দিকে তাকান সেখানে কেউই তেমন পরিচিত নন। ফলে এই সরকারের কেউ ভারতের জন্য কোনো উদ্বেগের কারণ হবে বলে আমার মনে হচ্ছে না। ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো পাকিস্তান ও চীন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে কি না সেটা।

 এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন শশী থারুর | অন্তর্বর্তী সরকার | বাংলাদেশ