অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের (বিবিএল) আসন্ন আসরের জন্য বাংলাদেশের ১০ জন ক্রিকেটার নাম অন্তর্ভুক্ত করেছেন। ড্রাফটে থাকা ক্রিকেটারদের মধ্যে পুরুষ ক্রিকেটার ৪৩২ জন, নারী ক্রিকেটার আছেন ১৬১ জন।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ৯ জন পুরুষ ক্রিকেটার ও ১ জন নারী ক্রিকেটার বিবিএল ড্রাফটে নাম লিখিয়েছেন। পুরুষদের মধ্যে আছেন; হাসান মাহমুদ, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, জাকের আলী, রনি তালুকদার, তানজিদ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে আছেন জাহানারা আলম।
আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। নাম লিখিয়ে খেলোয়াড়দের সুযোগ আছে বিভিন্ন দলে খেলার। সেক্ষেত্রে দলগুলো যদি তাদের দিক থেকে খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে তবেই তারা খেলতে পারবেন।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সাকিব আল হাসান বিগ ব্যাশ লিগ খেলেছেন। সবশেষ ২০১৪ সালে অস্ট্রেলিয়ার এই লিগে খেলেন বাংলাদেশি অলরাউন্ডার। এরপর তাকে আর বিগ ব্যাশে খেলতে দেখা যায়নি।
আগামী ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২৭ জানুয়ারি শেষ হবে বিগ ব্যাশ ছেলেদের টুর্নামেন্ট। অন্যদিকে আগামী ২৭ অক্টোবর শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে বিগ ব্যাশ মেয়েদের টুর্নামেন্ট।
এম এইচ//