দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৩ টায় বৈঠক শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কোনো নেতৃবৃন্দ বৈঠকে ছিলেন না।
বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সংস্কার জারি রাখবে বলে জানা যায়। এরমধ্যে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩ জন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
এম এইচ//