ফিলিস্তিনের মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে জাতিসংঘের ছয় কর্মীসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে এ হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ সেসব এক স্থানে জড়ো করেন।
নিহতদের মধ্যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপকসহ ইউএনআরডব্লিউএ-এর ছয়জন কর্মী রয়েছেন। সংস্থাটি বলেছে, ১১ মাসের যুদ্ধে একক ঘটনায় এটিই তার কর্মীদের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্কুলটিতে বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
হামলা পরবর্তী এক ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর লোগো পড়ে আছে। উদ্ধারকারীরা টুকরো মরদেহ খাবারের ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন।
উল্লেখ্য, গেলো ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।
কেএস//