চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি গুতেরেসকে মনোনীত করে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্র্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশন্স প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সি (আনরোয়া) এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ড অব জাস্টিসকেও (আইসিজে) নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
শান্তিতে চলতি বছরের নোবেলের জন্য এবছর রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন। তবে মৃত্যুবরণ করায় অ্যালেক্সেই নাভালনিকে বাদ হয়েছে। আর জেলেনস্কি বাদ পড়েছেন যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট হওয়ার কারণে।
এমআর//